• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন |

নীলফামামারীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রের জন্য ঘড়ি উপহার

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারী সদরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষের জন্য দেওযাল ঘড়ি উপহার পেল পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালে সময় ব্যবস্থাপনার সুবিধার্থে উপহার হিসেবে এসব ঘড়ি প্রদান করে সদর উপজেলা পরিষদ। শনিবার বেলা ১২টার দিকে আট কেন্দ্রের ১৩০টি কক্ষের জন্য ঘড়ি প্রদান করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের সচিবরা এসব ঘড়ি গ্রহন করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভঅপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী, নীলফামারী টেনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিক শফিকুল ইসলাম, নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুছা, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক প্রমুখ।

নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘পরীক্ষা চলাকালে একজন পরীক্ষার্থী সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এখন তারা প্রতিটি কক্ষের ঘড়িতে সময় দেখে পরীক্ষা দিতে পারবে। একটি প্রশ্নের উত্তর লিখতে কত সময় লাগছে তা দেখে পরবর্তী উত্তরের প্রস্তুতি নিবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, ’পরীক্ষা কেন্দ্রে ঘন্টা বাজিয়ে পরীক্ষার্থীদের সময় জানানো হয়। এতে করে সময় ব্যবস্থাপনা সঠিকভাবে পরিমাপ করতে পারেন না অংশগ্রহনকারীরা। কক্ষে ঘড়ি থাকলে প্রতিটি উত্তরের জন্য সময় ব্যবস্থাপনা ঠিক করে নিতে পারবেন একজন শিক্ষার্থী। পরীক্ষার্থীদের এ সুবিধার কথা বিবেচনা করে উপহার হিসেবে সদর উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষার আটটি কেন্দ্রের ১৩০টি কক্ষের জন্য একটি করে দেওয়াল ঘড়ি প্রদান করা হয়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ