• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনোয়ার হোসেনের (৪৮) নামে এক দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ছাত্রলীগের নেতা- কর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শারিয়ার টুটুল ও সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজীব।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি নলছাপাড়া গ্রামে দরিদ্র কৃষক আনোয়ার হোসেন। তিনি তাঁর এক বিঘা জমিতে ব্রি-ধান ২৮ আবাদ করেছেন। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড় ও রোগবালাই দেখা না দেওয়া কৃষক আনোয়ার হোসেনের চাষাবাদ করা ধান ক্ষেত বেশ ভালো হয়েছে। ফলন আশানুরূপ মিলবে বলে বুক বেঁধেছেন ওই কৃষক। ইতিমধ্যে আবাদকৃত ধান কাটার উপযোগী হয়ে পড়ে। কিন্তু তিনি (কৃষক) আর্থিক শ্রমিক সংকটে ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না।

এ অবস্থায় সৈয়দপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি মোমেন শারিয়ার টুটুল ও সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজীব এলাকার লোকের মারফত বিষয়টি অবগত হন। পরে তারা ওই কৃষকের জমির ধান কেটে দেওয়ার পরিকল্পনা করেন। এরপর তাদের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাত হোসেন পাপ্পু, সহ সভাপতি রাকিব হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সোহাগ যুগ্মসাধারণ সম্পাদক এমাদ হোসেন, উপদপ্তর সম্পাদক মতিন মন্ডল, বোতলাগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তিতাস ও যুগ্মসাধারণ সম্পাদক আদরসহ উপজেলা ছাত্র লীগের ১৫-২০জন নেতাকর্মী কৃষক আনোয়ার হোসেনের জমিতে গিয়ে পাকা বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শারিয়ার টুটুল বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। আনোয়ার হোসেন দরিদ্র কৃষক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। এই কাজের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কৃষক আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ