• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন |

সুপার সাইক্লোনে রূপ নিচ্ছে মোখা

সিসি নিউজ।। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এরই মধ্যে সাইক্লোনে পরিণত হয়েছে। কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার তা বৃদ্ধি পাচ্ছে ২০০ কিলোমিটার পর্যন্ত।

ভারতের বেসরকারি আবহাওয়া পূর্বাভাস পরিষেবা প্রতিষ্ঠান স্কাইমেট ওয়েদারের শনিবার (১৩ মে) রাত সাড়ে ৮টার (বাংলাদেশ সময় রাত ৯টা) প্রতিবেদন অনুযায়ী, সাইক্লোন মোখার চোখ সুস্পষ্ট হয়েছে। এটি বৃত্তাকার, মসৃণ এবং প্রতিসম। ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি বলছে, এটি ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে। একটানা বাতাসের বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটারের কাছাকাছি।

উপকূলের ভূমিতে আঘাত হানতে এখনো ১৫ ঘণ্টা বাকি আছে বলে জানিয়েছে স্কাইমেট। সে হিসাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) ঘূর্ণিঝড় মোখা আঘাত হানা এবং প্রভাব দৃশ্যমান হওয়ার সময় বাকি আছে ১২ ঘণ্টা।

স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিবাগত শেষ রাতের দিকে মোখা সুপার সাইক্লোনে পরিণত হয়ে প্রথম আঘাত হানতে পারে। সুপার সাইক্লোনের বাতাসের বেগ ঘণ্টায় ২২১ কিলোমিটার ছাড়িয়ে যায়। মোখার বর্তমান যে অবস্থা তাতে এটি খুব কম সময়ের মধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড় মোখা রাত ৯টার দিকে কক্সবাজার থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ধীরে ধীরে ৬ ঘণ্টার মধ্যে উত্তর–পূর্ব দিকে মোড় নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা উত্তর–পূর্ব দিক হয়ে আরাকান উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি রোববার দুপুরের মধ্যে কক্সবাজার উপকূল এবং মিয়ানমারের কাইয়ুকপয়ু অতিক্রম করতে পারে। এটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগ নিয়ে আঘাত হানতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ