• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন |

ডোমার উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক নতুন কমিটি

সিসি নিউজ।। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নীলফামারীর ডোমার উপজেলা শাখার দ্বিবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাবু গণেশ কুমার আগরওয়ালাকে সভাপতি ও শ্রী দেবব্রত রায় তপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রোববার বিকেলে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি শ্রী উত্তম কুমার রায় বাদল ও সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী স্বাক্ষরিত এক পত্রে বাবু রামকৃষ্ণ বর্মণ এবং বাবু অমরজিৎ সিংহ নেতৃত্বাধীন আহবায়ক কমিটি বিলুপ্ত করে আংশিক ওই নতুন কমিটি ঘোষণা করা করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই পত্রে।
কমিটি ঘোষনার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী বলেন, শনিবার সন্ধ্যায় সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই বর্ধিত সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতি ক্রমে পূর্ববতী আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে পূর্ণাঙ্গ নতুন কমিটির জন্য সভাপতি পদে বাবু গণেশ কুমার আগরওয়ালা এবং সাধারণ সম্পাদক পদে শ্রী দেবব্রত রায় তপুর নাম প্রস্তাব করেন উপস্থিত সদস্যবৃন্দ। তারই প্রেক্ষিতে রোববার দুপুরে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠন করে জেলায় অনুমোদন নিতে নির্দেশ দেওয়া হয়েছে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে।
শনিবার সন্ধ্যা সাতটায় ডোমার নাট্য সমিতি মে  বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নীলফামারীর ডোমার উপজেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি শ্রী উত্তম কুমার রায় বাদল এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি পরিতোষ কুমার রায়, অনিমেশ চন্দ্র রায়, যুগ্মসাধারণ সম্পাদক কাজল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অভিনয় কুমার রায়, ডোমার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন  রায়, সাধারণ সম্পাদক দিলিপ কুমার মুখোপাধ্যায়, নীলফামারী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধার সম্পাদক হর্ষবর্ধন রায়,  জেলা কমিটির প্রচার সম্পাদক বিভুতী ভূষণ রায়, দপ্তর সম্পাদক সুমন রায়।
ডোমার উপজেলা শাখার আহবায়ক বাবু রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু অমরজিৎ সিংহের স ালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু রাম নিবাশ আগরওয়ালা, সাবেক সভাপতি বাবু শেখর সাহা, বিশিস্ট ব্যবসায়ী বাবু মন্টু কুন্ডু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ