সিসি নিউজ।। ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে নীলফামারীতে শুরু হয়েছে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার সকাল ১০টায় নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. সাইফুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, রেভিনিউ ডিপুটি কালেক্টরেট রিয়াজ উদ্দিনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মোহাম্মদ রায়হান জানান, স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মধ্যে সচেতনতা বাড়ানো এবারের ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য। এ ছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে বেশ কিছু ভূমিসেবা দেওয়া হবে নাগরিকদের। সোমবার থেকে আগমী রোববার পর্যন্ত চলবে এই ভূমি সেবা সপ্তাহ। জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেক্স কক্ষে সপ্তাহ ব্যাপী এই ভূমি সেবা সপ্তাহে নাগরিকগণ ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান (পর্চা), ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ সেবা গ্রহণ এবং ভূমি সংক্রান্ত অভিযোগ দাখিল করতে পারবেন। উদ্বোধনী দিনে জমির খাজনা, খারিজ আবেদন গ্রহণ, খতিয়ান (পর্চা), এল.এ. চেক বিতনসহ বেশ কিছু সেবা প্রদান করা হয়।