• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কলার দাম চাওয়ায় বিক্রেতাকে মারধরের অভিযোগ

সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের উলিপুরে কলা বিক্রির টাকা চাওয়ায় বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কলা বিক্রেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই বাজারে ২৪ মে বিকেলে দড়ি কিশোরপুর এলাকার মোন্তাজ আলীর ছেলে এমদাদুল হক কলা বিক্রি করছিলেন। এ সময় থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা কলা বিক্রেতার কাছে চার হালি (১৬টি) কলা কেনেন। এরপর বিক্রেতা চেয়ারম্যানের কাছে কলা বিক্রির টাকা চান।

তখন চেয়ারম্যান রাগান্বিত হয়ে বলেন ‘তুই আমাকে চিনিস না? তুই একটা ছোট লোক, চেয়ারম্যানের কাছে সামান্য কলার টাকা চাও!’ এই কথা বলে চেয়ারম্যান তাঁর হাতে থাকা কলা মাটিতে ফেলে দিয়ে কলা বিক্রেতাকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মেরে গলা চেপে ধরেন। এ ঘটনায় ২৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

কলা বিক্রেতা এমদাদুল হক বলেন, ‘চেয়ারম্যানের কাছে কলা বিক্রির টাকা চাওয়ায় তিনি আমাকে মারধর করেছেন। আমার সব কলা তিনি লাথি মেরে ফেলে দিয়ে পদপিষ্ট করেছেন। এতে আমার ১১০০ টাকার ক্ষতি হয়। ঘটনার সময় চেয়ারম্যানের এমন কাণ্ড দেখে বাজারের উপস্থিত সবাই ভয়ে দর্শকের ভূমিকা পালন করেন। আমি ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা কলা বিক্রেতাকে চড়থাপ্পড় মারার কথা অস্বীকার করে বলেন, ‘আমি কোনো কলা কিনিনি এবং কাউকে মারধরও করিনি। যে অভিযোগ করেছে, সে কোনো কলা বিক্রেতা নয়। সে খারাপ মানুষ।’

ইউএনও শোভন রাংসা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘যেহেতু ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। তাই বিষয়টি অফিশিয়ালি দেখা হবে।’

উল্লেখ্য, থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে আগেও এক ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মারধর এবং এক নারীকে জনশুমারি-গৃহগণনার কাজ দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছিল। উভয় ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ