• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন |

নীলফামারীতে ফুল ও ক্রেস্ট কেনার টাকা বাঁচিয়ে মানবতার সেবায়

সিসি নিউজ।। ব্যতিক্রমি উদ্যোগের অংশে বিভিন্ন অনুষ্ঠানের ফুল ও ক্রেস্ট কেনার টাকা বাচিয়ে মানববার সেবায় ডায়াবেটিক হাসপাতালে প্রদান করেছে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে সমিতির সাধারণ সভা চলাকালে জমানো দুই লাখ টাকা প্রদান করা হয়।
নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের অনুপ্রেরণায় দলের নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানের ফুল এবং ক্রেস্ট কেনা থেকে বিরত থাকেন। এমন উদ্যোগে গত তিন মাসে ওই ফুল এবং ক্রেস্ট কেনার বাচানো টাকা জমে এক লাখ ৮৮ হাজার। দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আরও ১২ হাজার টাকা যুক্ত করে মোট দুই লাখ টাকা মানুষের সেবায় প্রদান করে নীলফামারী ডায়াবেটিক হাসপাতালে।
সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের মাধ্যমে সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরীর হাতে ওই টাকা প্রদান করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ভাইয়ের অনুপ্রেরণায় বিভিন্ন অনুষ্ঠানে ফুলের তোড়া এবং ক্রেস্ট কেনা থেকে বিরত হই আমরা। বিষয়টি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগকে জানানো হয়। সে অনুযায়ী গত তিন মাসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্মেলনে আমাদের নেতা-কর্মীদের বচানো এক লাখ ৮৮ হাজার টাকা একটি বাক্সে সংগ্রহ করি। বাকী ১২ হাজার টাকা সভাপতি (সদর উপজেলঅ আওয়ামী লীগ) আবুজার রহমান ও আমি দিয়ে দুই লাখ টাকা মানুষের সেবায় ডায়াবেটিক হাসপাতালে প্রদান করি।’
সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন,‘একাজটি আমরা অব্যাহত রাখবো। ফুল ও ক্রেস্ট কেনার জমানো টাকা খরচ করবো মানবতার সেবায়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ