• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে দিন্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন ” স্কিমের আওতায় ওই কর্মশালা আয়োজন করে।

সকাল ১০টায় সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।

সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শফিয়ার রহমান সরকার। এছাড়াও কর্মশালার উন্মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, অধ্যক্ষ মাওলানা মো. সাজেদুর রহমান এবং স্কুল ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্যে ডা. মো. শাহাজাদা সরকার, ডা. সৈয়দ মো. মাসুদ, প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ