• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ অপরাহ্ন |

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও র‌্যালি

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের উদ্যোগ গ্রহণের দাবিতে র‌্যালি ও মানববন্ধন  হয়েছে। বুধবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবসে বেসরকারি সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে ওই র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়। সকাল দশটায় সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বিমানবন্দরে সড়কে “তামাক নয়, খাদ্য ফলান” দিবসের  এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার  তৌহিদুল ইসলাম পাটোয়ারী, টেকনিক্যাল অফিসার জয়নাল আবেদীন, কালচারাল ইনস্ট্রাক্টর অলিরাজ রেজা, সুপারভাইজার আকাইদ মোল্লা, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, শিরিন আক্তার ও রুমা প্রমুখ ও সংস্থা কাপ-আপ প্রকল্পের আওতায় শিখন কেন্দ্র স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি’র শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন শেষে দিবসটি উপলক্ষে শহরের বিমানবন্দর সড়কে একটি র‌্যালি বের করা হয়। পরে ওই দিন দুপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধি দল নীলফামারী জেলা প্রশাসকের নিকট তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিষয়ক একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে মানববন্ধনে জানানো হয়, বাংলাদেশে ৩১ শতাংশ বন উজাড়ের জন্য দায়ী তামাক চাষ। গত ২০২১-২০২২ অর্থবছরে দেশে এক লাখ ৩৮৪ একরের বেশি জমিতে ৯২ হাজার ৩২৬ মেট্টিক টন তামাক উৎপাদন হয়েছে। তামাকজাত পণ্য বিড়ি, সিগারেট, জর্দা, গুল ও হুক্কা ব্যবহারজনিত  রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানি হয়। তামাকজাত পণ্যে কর বাড়ালে তামাকের ব্যবহার কমবে, সরকারের রাজস্বও বাড়বে।
স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন -২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এর অধিকতর সংশোধনের জন্য এফসিটিসি’র আলোকে একটি খসড়া প্রস্তাবনা প্রণয়ন করেছে। এটি পাস হলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতাগুলো দূর হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ