• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটিতে মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে মতবিনিময় সভা

সিসি নিউজ।। রংপুর বিভাগের শতাধিক কলেজের অধ্যক্ষের সাথে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত উচ্চ শিক্ষা বিস্তারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সৈয়দপুরস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এ সভার আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে সকাল ১১টায় সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সানোয়ার উদ্দীন বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত উচ্চ শিক্ষা বিস্তারে বিএইউএসটির ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভার মাধ্যমে রংপুর বিভাগের কলেজগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হলো। শুধু উত্তরবঙ্গ নয়, গোটা দেশের শিক্ষার্থীদের মাঝে মানসম্মত উচ্চশিক্ষা ছড়িয়ে দিতে এ প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন রেজিস্টার অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. নাঈম। এরপর স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম।

মতবিনিময় সভায় উপস্থিত অধ্যক্ষবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক ও বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার। এ ছাড়া সংবাদকর্মীর মধ্যে সাংবাদিক এম আর আলম ঝন্টু বক্তব্য রাখেন।

এরপরে উন্মুক্ত আলোচনা পর্বে অধ্যক্ষগন বিভিন্ন প্রশ্ন করেন। এসব প্রশ্নের উত্তর দেন বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার এবং প্রক্টরগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ