সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের বিমানবন্দর সড়কের জেলা পরিষদ ডাকবাংলোয় ওই পরিচিতি সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক কার্যকরী সদস্য প্রভাষক মনিরুজ্জামান রুবেল।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নীলফামারী জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকার এবং বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক আরিফ শাহ্।
সৈয়দপুরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুরে পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে মো. ঈশা মিঠু ও সদস্য সচিব রাইসুল কবির রিজভী।
পুরো পরিচিতি সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাদেকুজ্জামান মানিক।
সভায় সৈয়দপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।