• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারীতে শিহাব হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীতে আলোচিত শিহাব হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করছে স্থানীয় ও সহপাঠীরা। সোমবার ( ৫ জুন) সকালে জেলা শহরের আনন্দ বাবুর পুল এলাকায় মানববন্ধন করেছে তারা। এ সময় ৩০ মিনিট নীলফামারী-জলঢাকা ও জেলা আদালত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। দ্রুত আসামী গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিহাবের সহপাঠীরা।

সূত্রমতে, শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব। সদর উপজেলার সরকারের মোড় এলাকার শাহানাজ আক্তারের ১২ বছরের ছেলে শাহরিয়ার শিহাব। এরপর আর খোঁজ মেলেনি তার। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেছিলেন শিহাবের বাবা এরশাদুল হক। পরের দিন রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হাসেম আলী নামে এক ব্যক্তি তার ধানখেতে পানি দেওয়ার সময় দেখতে পান শিহাবের গলা কাটা মরদেহ। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় প্রতিবেশি কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন শিহাবের বাবা। এরপর আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য উচ্চতর তদন্তের আবেদন করলে শিহাব হত্যা মামলা তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআই দায়িত্ব নেওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো কোন আসামী গ্রেফতার না হওয়ায় আজ আন্দোলন করে সিহাবের সহপাঠী ও স্থানীয়রা।

এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, যখন কোন মামলার দায়িত্ব পিবিআই নেয়, তখন তারা যেভাবে চায় আমরা সেভাবেই তাদের সহযোগিতা করি। বিষয়টি আপডেট পিবিআই বলতে পারবে।

এ বিষয়ে রংপুর পুলিশ সুপার (পিবিআই) এবিএম জাকির হোসেন জানান, মামলাটি আমরা জোড়ালো ভাবে তদন্ত করছি। ইতিমধ্যে আমরা এগিয়েছি। খুব শীঘ্রই এঘটনায় ভালো একটি রেজাল্ট দিতে পারব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ