• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সিসি নিউজ।। ‘‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি পালনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর সেখান থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী চেম্বার অব কর্মাস এ- ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, পরিবেশ অধিদপ্তর নীলফামারীর কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, জেলা পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি সভাপতি আব্দুল মোমিন প্রমূখ। সভায় বক্তরা, পরিবেশের বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলাকে দায়ী করেন এবং প্লাস্টিক পণ্যের ভয়াবহতা, প্লাস্টিকের বর্জ্যে পরিবেশের ক্ষতি সাধন ও এই ক্ষতি থেকে উত্তরণের বিভিন্ন দিক তুলে ধরে পরিবেশের বিপর্যয় রোধে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ গ্রহণ করতে ও বেশি বেশি বৃক্ষ রোপন করে পরিবেশ রক্ষায় সকলকে এক সাথে কাজ করার আহব্বান জানান। আলোচনা সভা শেষে সেখানে পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনজনকে ক্রেস্ট উপহার দিয়ে বিশেষ সম্মাননা প্রদান এবং পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর বিকেলে জেলা পরিবেশ দপ্তরের উদ্যোগে জেলা সদরের পলাশবাড়ি আশ্রয়ণ প্রকল্পে দুই শতাধিক গাছের চারা রোপন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ