নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে ওয়াবদা মোড়ে নেসকো কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। পরে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবরে স্বারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভপতিত্বে বক্তৃতা করেন সহসভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের সভাপতি মগ্নি মাসুদুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী প্রমুখ।
বক্তারা আরো বলেন, বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ করে দিয়ে আওয়ামী সরকার ফৌজদারী অপরাধ করেছে। এজন্য কুইক রেণ্টালের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিৎ। এরা জনগনের দুশমন বলেই বিদ্যুতের মতো জরুরী একটি খাতকে চুরির খনিতে পরিনত করেছে।