• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন |

সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ জুন) দুপুরে শহরের নতুন বাবুপাড়াস্থ সিটি সেন্টারে ওই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ মো. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য সুপার মাওলানা মো. আনোয়ারুল ইসলাম শাহ্, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাহাবাত আলী সাব্বু প্রমুখ।
উক্ত সাধারণ সভা নবগঠিত সংগঠনটিকে গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মে সৈয়দপুর উপজেলা স্কুল,কলেজ,মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম নামের এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। উপজেলার ৫৭টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কারিগরী ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ