সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা রপ্তানিকরণ অঞ্চলে (উত্তরা ইপিজেড) ইকু গ্রুপের নতুন কারখানা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে (১২ জুন) দুপুরে সম্পূর্ণ রপ্তানিমুখী ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং অ্যান্ড কম্পোজিট) নামের ওই কাখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধনী করেন নীলফামারীর উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম। পরে সেখানে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম, তাঁর মা তহমিনা আলম, ইকু গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন আলম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু, ইকু গ্রুপের পরিচালক এরফান আলম, ইকু ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উত্তরা ইপিজেডের ২৫টি কারখানার ব্যবস্থাপনা পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম জানান, নতুন এ কারখানাটিতে ৩৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। উত্তরা ইপিজেডে গড়ে উঠা ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর অর্থায়নে ইকু ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিতে ৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে উৎপাদন করা হবে ফিসিং নেট, অ্যাগ্রিকালচার নেট, মসকিউটো নেট, ফিস প্রসেসিং নেট, গাম টেপ, গার্মেন্টস্ ববিন, গার্মেন্টস অ্যাক্সেসারিজ ও প্রিন্টেড পলি ব্যাগ ইত্যাদি।