সিসি নিউজ।। তারাগঞ্জে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে। সকালে তারাগঞ্জ হাইওয়ে থানায় কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচন সভা। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন রংপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ, গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ |
হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সুধীজন হাইওয়ে পুলিশের ভুয়াসি প্রশংসা করে বক্তারা বলেন, হাইওয়ে পুলিশের কারণে মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা রোধককল্পে হাইওয়ে পুলিশ অতুলনীয় ভূমিকা রাখছেন।
সভাপতির বক্তব্যে শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন পরিবহনের মালিক শ্রমিকের নিরাপত্তার স্বার্থে হাইওয়ে পুলিশের সৃষ্টি। তাই নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তারপরও পরিবহন সংশ্লিষ্ট কেহ আইনী সেবা থেকে বঞ্চিত কিংবা হয়রানি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি।