• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন |

নীলফামারী জেনারেল হাসপাতালে সেবার মান বাড়াতে গণ শুনানী অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারী জেনারেল হাসপাতালের সেবার মান বাড়াতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতাল চত্বরে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। আয়োজন করে নীলফামারী জেনারেল হাসপাতাল ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ওই শুনানীর আয়োজন করে। গণশুনানীতে হাসপাতালে আগত এবং চিকিৎসারত রোগীরা বিভিন্ন সমস্যা ও সুপারিশ সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট উত্থাপন করেন। এসময় সমস্যা ও সুপারিশ সমাধানে তাৎক্ষনিক আশ্বাস প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক মো. আবু-আল- হাজ্জাজ। বক্তৃতা দেন সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সনাক সভাপতি তাহমিনুল হক ববী, সহসভাপতি মিজানুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. জহুরুল করিম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম রসুল, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এস.এম সফিকুল আলম, সুশীল সমাজের প্রতিনিধি সাবেক অধ্যক্ষ সারওয়ার মানিক, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা নাসরীন তালুকদার, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা হাওয়া খাতুন, ব্র্যাক জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম প্রমুখ। সিভিল সার্জন মো. হাসিবুর রহমান বলেন, ‘সরকারের স্বাস্থ্য সেবা সমূহ জনগণের দাড়গোড়ায়া পৌঁছে দেওয়ার জন্য গণশুনানী খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের গণশুনানীর মাধ্যমে সেবা গ্রহিতারা যেমন তাদের সমস্যা তুলে ধরতে সক্ষম হন, তেমনি কর্তৃপক্ষ ওই সব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধন করতে সক্ষম হবেন।’ নীলফামারী জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক মো. আবু-আল-হাজ্জাজ বলেন, ‘নীলফামারী জেনারেল হাসপাতালে আগত সাধারণ রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। রোগীরা যাতে উন্নত স্বাস্থ্যসেবা পেতে সঠিত তথ্য পায়, কোনো ধরনের অনিয়ম বা হয়রানীর স্বীকার না হন এবং রোগীদের করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, আমরা এই আয়োজনের মাধ্যামে সেবা গ্রহিতাদের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণ এবং হাসপাতাল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ গ্রহণ করে তা তাৎক্ষনিক সমাধাণ করার চেষ্টা করেছি। সকলের সহযোগিতায় নীলফামারী জেনারেল হাসপাতাল সেবাবন্ধব আদর্শ হাসপাতাল হিসেবে গড়ে উঠবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ