• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন |

দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে যাতায়াত, সব ভাড়া একসঙ্গে দিলেন যুবক

সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লার লাকসাম উপজেলার ব্যবসায়ী মো. মুসা (৩৫)। ব্যবসা করেন চট্টগ্রামের হাটহাজারীতে। ব্যবসার কাজে কখনো বাসে, কখনো ট্রেনে যাতায়াত করেন তিনি। অনেক সময় বিনা টিকিটে ট্রেনে চেপে চট্টগ্রামে এসেছেন। বুঝতে পেরেছেন, বিনা টিকিটে ভ্রমণ করায় রেলওয়ে তার কাছে অনেক টাকা পাওনা। মোটামুটি একটি হিসাব করে, সেই বিনা টিকিটে ভ্রমণের টাকা একসঙ্গে দিয়ে দিলেন তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন মো. মুসা। তার সঙ্গে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও। চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার মো. মাইন উদ্দিন মামুন ব্যবসায়ী মুসাকে নিয়ে যান প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ারের কাছে। পরে মুসা প্রধান বুকিং সহকারীকে ভাড়া বাবদ ৩ হাজার ৫০০ টাকা দিয়ে দেন।

প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার মো. মাইন উদ্দিন মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নিয়ে আমার কাছে আসলে আমি প্রথমে স্টেশন মাস্টার জাফর ভাইয়ের কাছে নিয়ে যাই। জাফর ভাই প্রধান বুকিং সহকারীর কাছে নিয়ে যেতে বলেন। তারপর প্রধান বুকিং সহকারীকে তিনি ৩ হাজার ৫০০ টাকা দেন।’

প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ার বলেন, ‘তিনি আমার কাছে জানতে চান লাকসাম থেকে চট্টগ্রামে যাতায়াতের লোকাল ট্রেনের ভাড়া কত। ভাড়া বলার পর, হিসাব করে তিনি ৩ হাজার ৫০০ টাকা জমা দেন। এই ধরনের মানুষ আসলে খুবই কম। আমি আশ্চর্য হয়ে যাই।’

স্টেশন থেকে চলে যাওয়ার সময় কথা হয় ব্যবসায়ী মুসার সঙ্গে। তিনি বলেন, ‘ট্রেনে অনেক দিন বিনা টিকিটে ভ্রমণ করেছি। রেলওয়ে আমার কাছে অনেক টাকা পাওনা। মারা যাওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে পারব না। তাই, হিসাব করে রেলওয়েকে প্রাপ্য পরিশোধ করেছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ