সিসি নিউজ।। পাহাড়ি ঢল ও উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে দিয়ে নদীর পানি নিয়ন্ত্রণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার দুপুরের পর থেকে পানি প্রবাহ কমতে শুরু করছে। বিকেল ৩টায় বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়েছে।
তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৭ জুন) সকাল ৬টায় ও দুপুর ১২টায় এই পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় যথাক্রমে ৫২ দশমিক ৬ সেন্টিমিটার ও ৫১ দশমিক ৯৩ সেন্টিমিটার। বিকাল ৩টায় পানি প্রবাহ কমে গিয়ে ৫১ দশমিক ৮৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ৭৬ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পাউবো সূত্র জানায়, শুক্রবার (১৬ জুন) রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। তবে বিকেল ৩টার দিকে পানি কমতে শুরু করে। তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পায়। তবে দুপুরের পর থেকে পানি কমতে শুরু করছে। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। তবে বর্ষা মৌসুমে তিস্তার পানি প্রবাহ হ্রাস-বৃদ্ধির মধ্যেই থাকবে।