সিসি নিউজ।। নীলফামারীতে চেক বাউন্স এর পৃথক চার মামলায় এক সরকারি কলেজের শিক্ষকসহ চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নীলফামারী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সেলিম রেজা ওই দন্ডাদেশ প্রদান করেন বলে জানান নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়।
তিনি জানান, ওই চার মামলার মধ্যে এস.সি-১১৬/২১ এর আসামী নীলফামারী সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক গোলাম ফারুক খান সম্রাটের নয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তিন লাখ টাকা অর্থদন্ড, এস.সি-১১৬৩/১৯ এর আসামী ডিমলার ছাতনাই কলোনী গ্রামের হারুন-অর রশিদের নয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ ২৬ হাজার ৮২৪ টাকা অর্থদন্ড, এস.সি-১০৩/২১ এর আসামী জলঢাকার পশ্চিম নেকবক্ত গ্রামের মোসলেম উদ্দীনের এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫ লাখ টাকা অর্থদন্ড, এস.সি-৬১১/২০ এর আসামী দিনাজপুরের চিরিরবন্দরের কিষামত নসরতপুর গ্রামের শামীম মোল্লার এক বছরের বিনাশ্রম কারাদন্ড ৩৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড হয়েছে।
পিপি আরো জানান, ‘১৮৮১ সালের এনআই অ্যাক্ট (সংশোধিত/০৬) এর ১৩৮ ধারায় আদালতের বিচারক ওই সাজা প্রদান করেন। পৃথক চার মামলা মধ্যে এস.সি-৬১১/২০ এর আসামী দিনাজপুরের চিরির বন্দরের কিষামত নসরতপুর গ্রামের শামীম মোল্লা উপস্থিতিতে আদালতের বিচারক ওই দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত শামীম মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপর এস.সি-১১৬/২১ এর আসামী নীলফামারী সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক গোলাম ফারুক খান সম্রাট, এস.সি-১১৬৩/১৯ এর আসামী হারুন-অর রশিদ এবং এস.সি-১০৩/২১ এর আসামী মোসলেম উদ্দীনের অনুপস্থিতিতে ওই দন্ডাদেশ প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক।
নীলফামারী কলেজের শরীর চর্চা শিক্ষক গোলাম ফারুক খান সম্রাট মোবাইল ফোনে আদালতের ওই সাজা হওয়ার আদেশের কথা স্বীকার করে সংবাদকর্মীদের বলেন, ‘আমার ভাগ্নে নুরুল ইসলামের কাছ থেকে আট লাখ টাকা নিয়ে আমার চাচাত বোনের বিয়েতে দিয়েছিলাম। সে টাকা আমার চাচা দিতে দেরী করায় আমার বিরুদ্ধে ওই মামলা দায়ের করে আমার ভাগ্নে। মামলা চলাকালিন অবস্থায় আদালতের মাধ্যমে পাঁচ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। জমি বিক্রি না হওয়ায় অবশিষ্ট তিন লাখ টাকা পরিশোধে বিলম্ব হয়।’
এদিকে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল আলম মোবাইল ফোনে বলেন,‘আমি ঢাকায় আছি, খবর নিয়ে দেখেছি শরীর চর্চা শিক্ষক গোলাম ফারুক খান সম্রাট আজ সোমবার কলেজে উপস্থিত ছিলেন।’