সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত এক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাষ্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’র বাস্তবায়নে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমেদ ফারুক এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাষ্টের এইচএসপি, সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’র সহকারি পরিচালক (অর্থ) মো. ফরিদ আহমেদ।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে মতামত উপস্থাপন করেন উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মেদ আলী, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মো. একরামুল হক, বোতলাগাড়ী আদর্শ বালিকা নিকেতনের প্রধান শিক্ষক নীপা রায় প্রমুুখ।
দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে উপজেলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আইসিটি বিভাগে সহকারী শিক্ষকাসহ মোট ১২০ জন অংশ নেন।