• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন |

সৈয়দপুরে এমপি নূর: দলের শক্তি ধরে রাখতে হলে ঐক্য প্রয়োজন

সিসি নিউজ।। নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দলের মূল শক্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা। তাই দলের শক্তিকে ধরে রাখতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রয়োজন। দলের মধ্যে ঐক্য না থাকলে আমাদের দলের অস্তিত্ত্ব সংকট দেখা দিবে।

আজ বুধবার (২১ জুন) বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থানীয় রেলওয়ে পুলিশ ক্লাবে ওই কর্মী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর আরো বলেন, দলের মধ্যে পদ-পদবি নিয়ে টানাটানি বন্ধ করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও কিছু নিয়মনীতি রয়েছে। সে অনুযায়ী কাউন্সিল হবে। কাউন্সিলে নেতা নির্বাচিত হবে। কারণ দলের সবাইকে তো আর পদ-পদবি দেয়া সম্ভব হয় না।

তিনি আরো বলেন, দলের মধ্যে কর্মী সভা ও বর্ধিত সভা করতে হবে। কিন্তু সেই সঙ্গে দেশের জনগণের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে কাজের মধ্য দিয়ে তাদের বিশ্বস্ততা অর্জন করতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের কথাগুলো তুলে ধরতে হবে।

আসাদুজ্জামান নূর বলেন, যারা বাংলাদেশ চায়নি, তারা আজ দেশে রাজনীতি করতে পারছেন। এটি বিশ্বের নবম বিস্ময়। তাই হোটেল রেস্তোরাঁ, ট্রেন বাসে বসে যারা আমাদের সরকারের সমালোচনা করেন, তাদের সমালোচনার প্রতিবাদ করতে হবে।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা জোবায়দুর রহমান শাহীন, হিটলার চৌধুরী ভুলু, ইলিয়াছ আলী, ডা. মো. শাহাজাদা সরকার প্রমুখ।

উক্ত কর্মী সভায় সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ