সিসি নিউজ।। নীলফামারী শহরের কালিতলায় ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ওই বক্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. মোস্তফা মঞ্জুর, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সেলিম আহমেদ, জ্যোর্তিময় রায় প্রমুখ।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সেলিম আহমেদ জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের সুবিধার্থে সদর ট্রাফিকের উদ্যোগে ওই বক্সটি নির্মান করা হয়। এখন থেকে কর্মরতরা যে কোন পরিস্থিতে অতি সহজে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারবেন।