সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ কর্মশালার আয়োজন করে।
এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে অংশগ্রহন করেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মনজুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোদা রানী রায়, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মফিজুর রহমান, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান প্রমুখ।
মূখ্য আলোচক অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ নাগরিক তৈরি করার উদ্যোগ নিয়েছেন। এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।