• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন |

রংপুর বিভাগের সবকটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই- সাদ্দাম

সিসি নিউজ।। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আগামী নির্বাচনে রংপুর বিভাগের সবকটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আর সেজন্যে ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে। নিজের দলের মধ্যে কোন কোন্দল থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।

সোমবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন ফাইভ স্টার মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুরে আসেন। পরে সড়ক পথে নিজ গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় যাওয়ার পথে নীলফামারী জেলা ছাত্রলীগের আয়োজনে ওই পথসভার আয়োজন করা হয়।

সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এখন দেশের তরুণ সমাজ স্বীকৃতি পাচ্ছেন। এসব তরুণ প্রযুক্তির দুয়ার উন্মোচন করার ফলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়েছে, দেশের চাকরির বাজার দক্ষতা এবং মেধা ভিত্তিক হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নির্দেশেই কৃষকের পাশে দাঁড়িয়েছিল, যাতে করে শ্রমিক সংকটের কোনো ঘটনা না ঘটে। প্রতিটি ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছিল। গণমানুষের প্রতি দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ এ কাজ করেছে। এরফলে আজকে কৃষক এবং তরুণদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি হয়েছে।

এ সময় নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারন সম্পাদক এস এম সাদেকুর রহমান সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারন সম্পাদক সহিদুজ্জামান শুভ সহ রংপুর বিভাগের সকল জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির প্রায় ৪ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে দুই শতাধিক মাইক্রোবাস ও দেড় হাজার মোটর সাইকেল যোগে এসব নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকে সৈয়দপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ