সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ছয়টি জটিল রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির ২০২২-২০২৩ইং অর্থবছরের ৩য় ও ৪র্থ কিন্তির ওই চেক হস্তান্তর করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই চেক হস্তান্তর করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষন, সহকারী উপজেলা সমাজ সেবা অফিসার মো. আবু রায়হান, ইউনিয়ন সমাজ কর্মী মো. টুটুল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩২ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তায় প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।