সিসি নিউজ।। ‘কুরবানির বর্জ্য নির্দিষ্ট স্হানে ফেলি, পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ সৈয়দপুরে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।
আজ বুধবার শহরের জিআরপি মোড়ের স্মৃতি অম্লান চত্বর প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫’ এ/২ এর রিজিওনাল চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক এ কর্মসূচী উদ্বোধন করেন।।
কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, প্রতি বছর কুরবানি পরবর্তি সময়ে দুর্বল বর্জব্যবস্হাপনার কারণে দুর্ঘন্দময় শহরে পরিণত হয় সৈয়দপুর। তাই মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরে শহরব্যাপী অটোরিকশা, রিকশা ও কারসহ বিভিন্ন বর্জ্য ব্যবস্হাপনা সংক্রান্ত স্টিকার সাটানো ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরে প্রধান অতিথি ও লায়ন্স সদস্যরা শহরের বিভিন্ন মোড়ের ময়লা আবর্জনার স্তূপ ও নালা-নর্দমা জীবানু মুক্ত করতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন। এ সময় লায়ন্স সদস্য গণ্যমাণ্য ব্যাক্তি ও স্হানীয় সংবাদকর্মীরা অংশ নেন।