• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সিসি নিউজ।। ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ৫ শ’ পরিবারের মাঝে চাল, শুকনা খাবার ও মাংস বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৮ জুন) নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক ব্যবস্থাপনায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান উপস্থিত থেকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিজবাড়ি ও ধলাগাছ এবং বাঙ্গালীপুর কদমতলী আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ৫’শ পরিবারের সদস্যদের হাতে চাল, শুকনা খাবার তুলে দেন।

বিতরণকৃত মালামালের মধ্যে রয়েছে চাল ১ কেজি, চিনি এক কেজি, তেল এক লিটার, লবণ এক কেজি, ডাল এক কেজি, মুড়ি, বিস্কুট, চিড়া এক কেজি, শুকনা মরিচের গুড়া,গুঁড়ো হলুদ প্রভূতি।

এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে পরিবারগুলোর মাঝে গরু মাংস বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ