• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০০ অপরাহ্ন |

সৈয়দপুরে এ্যাডভোকেট জোহা’র বাবার ইন্তেকাল 

সিসি নিউজ।। নীলফামারী জজ কোর্টের আইনজীবী মো. জোহা’র বাবা সাদেকুর রহমান গত বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত দুইটায় দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুমা নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর কালারবাজার সংলগ্ন হুলিপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. হাসান লানচু চৌধুরী, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম, আ, শামীম ও সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ওবায়দুর রহমান, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আমিনুল হক ও অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুর রহমান বাদল, শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুম সাদেকুর রহমান ছিলেন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের প্রবীণ সদস্য মো. খলিলুর রহমানের ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ