সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১ হাজার ৩৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বেসরকারি সংস্থা ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ) এর পক্ষ থেকে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ জুলাই) ও শুক্রবার শহরের নিয়ামতপুর এফওএইচ উচ্চ বিদ্যালয় ও গোলাহাটে এফওএইচ প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সংস্থার অধীনে পরিচালিত ৫টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও একটি কোচিং সেন্টারে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত ওই শিক্ষার্থী ও স্টাফ পরিবারগুলোর মাঝে প্রায় পৌনে দুই কেজি করে ওই কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে। এতে অর্থায়ন ও সার্বিক সহযোগিতা করে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মাংসগুলো আগত শিক্ষার্থীদের পরিবারগুলোর হাতে তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অফ হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর সৈয়্যদ ওসামা জালাল, মঈনুদ্দিন মোস্তফা, হিউম্যানিটি অব হিডের রংপুর সংস্থার ভাইস চেয়ারম্যান এম এ বারি, প্রোগ্রাম ম্যানেজার মো. সাব্বির হোসেন, ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাসিজদ ইকবার ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ এফওএইচ এর উর্ধতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস অফ হিউম্যানিটি দুস্থ্য ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে এবং অধ্যানরত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী থেকে শুরু করে নিয়মিত খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা ও কুরবানী ঈদে ওই শিক্ষার্থীদের গোশত দিয়ে আসছে।