সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মো.সাজিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭ দিকে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সাজিদ একই উপজেলার টেলাপীর উত্তরা আবাসনের ৪৯/৭ নং ব্লকের বাসিন্দা মো: চান মিঞার ছেলে। তিনি স্থানীয় একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন।
নিহতের বাবা চান মিঞা জানান, তাঁর ছেলে সকালে ঘুম থেকে ওঠে কাউকে না বলেই বাড়ি থেকে বের হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রেনে কাটাপড়া অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান তিনি। তিনি আরও বলেন, ছেলে রেললাইনে ওই এলাকায় কেন গিয়েছিল তা পরিবারের কারো জানা নেই।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।