সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর শুটকি বন্দর এলাকার বিশিষ্ট শুটকি মাছ ব্যবসায়ী বাহাউদ্দিন বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। গতকাল সোমবার (৩ জুলাই) রাত দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে, মা, তিন ভাইসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভা
আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১ টায় তাঁর জানাজার নামাজ শহরের নিয়ামতপুর শুকনা মাছের আড়ৎ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম বাহাউদ্দিন ছিলেন শুটকি বন্দর মাছের আড়তের মুন্সি মার্কেটের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. সফর আলীর ছোট ভাই এবং হাজারীহাট স্কুল ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. বাবর আলী ও ডা. মো. ওবায়দুল হকের বড় ভাই।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, পৌর ছয় নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, শুটকি বন্দর আড়তদার সমিতি’র সাধারণ সম্পাদক শেখ মো. দেলোয়ার প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।