• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন |

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। দিনাজপুরের চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ফিলিমন বর্মন (৫৬) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার গমিরাহাট এলাকার বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নৈশপ্রহরী ফিলিমন বর্মন গমিরা হাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার তফসিলি উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী।

ফিলিমন বর্মনের ছেলে আমিন সরেন বলেন, ‘আমার বাবা গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও বাবাকে পাইনি। আজ দুপুরে স্থানীয় এক বাসিন্দা বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে আমি এসে দেখি মরদেহটি আমার বাবার।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ