• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন |

নীলফামারীতে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত

সিসি নিউজ।। ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ শ্লোগানে নীলফামারীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পুষ্টি মেলা। সোমবার সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উদ্বোধন শেষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের রিসার্চ ডিরেক্টর ড. মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ স¤পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী, প্ল্যান বাংলাদেশের রংপুরের হেড অফ সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন কর্মকর্তা আশিক বিল্লাহ, বেসরকারি সংস্থা ইএসডিও’র সিনিয়র এপিসি আবু জাফর নুর মোহাম্মদ প্রমুখ। পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সহযোগিতায় মেলার আয়োজন করে জয়েন্ট একশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টল স্থান পায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ