বিশেষ প্রতিনিধি।। আগামী ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও পৌর কমিটির সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, সহসভাপতি এ্যাড. নুরুল ইসলাম(৪), মহিলা সম্পাদক সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, যুগ্ম সম্পাদক মনতেহাজ আলম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব মীর মোঃ আনিসুজ্জামান মিলন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শোয়েব ইফতেখার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে উপজেলা পদ্ধতির প্রবর্তনসহ নানাবিধ উন্নয়ন কর্মকান্ডের কারণে দেশের ইতিহাসে হুসেইন মুহম্মদ এরশাদ চিরস্মরনীয় হয়ে থাকবেন। সভায় এরশাদের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাতদায় পালনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।