• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন |

খানসামার নতুন ইউএনও তাজউদ্দিন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ তাজ উদ্দিন। ৩৫ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিদায়ী ইউএনও রাশিদা আক্তারের কাছে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ তাজ উদ্দিনকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

নবাগত ইউএনও তাজ উদ্দিন এর পূর্বে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। মোঃ তাজ উদ্দিন যশোর জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, আইন ও সরকারী নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সবার জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ