• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন |

জাতীয় শিশু পুরস্কার: সৈয়দপুর লায়ন্স এন্ড কলেজের অভাবণীয় সাফল্য

সিসি নিউজ।। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা – ২০২২ ও ২০২৩ এ অংশ নিয়ে অভাবণীয় সাফল্য বয়ে এনেছে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। শহরের অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নীলফামারী জেলা পর্যায়ে ১৪ টি ইভেন্টে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে। এখন প্রতিষ্ঠানটি থেকে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী এ সব শিক্ষার্থীরা রংপুর বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা – ২০২২ ও ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি নীলফামারী কার্যালয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে বিভিন্ন শ্রেণির মোট ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ১৪ জন শিক্ষার্থী প্রথম স্থান লাভ করেছে। এরা হলো, মো. আব্দুল্লাহ সরকার, মাহমুদুজ্জামান সৌরভ, সাদিয়া ইসলাম মুনতাহা, ইবনে জাহিন, মো. শাহরিয়ার আলম, প্রিয়স্মতা রায়, মিতু দাস, নীলিমা চৌধুরী, মিথিলা সূত্রধর, ইমাম হোসেন সবুজ। এদের মধ্যে মাহমুদুজ্জামান সৌরভ, প্রিয়স্মতা রায় ও মিথিলা সূত্রধর ২০২২ ও ২০২৩ সালের প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে অংশ নিয়ে প্রথম অর্জন করেছে। উল্লিখিত শিক্ষার্থীরা ক্বেরাত, হামদ/না’ত, দাবা, বিজ্ঞান যন্ত্র উদ্ভাবন ও বিজ্ঞান প্রজেক্ট, নজরুল সঙ্গীত, ভাব সঙ্গীত, মনিপুরী নৃত্য, উচ্চাঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত, উপস্থিত বক্তৃতা ও ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতায় অংশ নিয়ে ওই কৃতিত্ব অর্জন করেছে।
এদিকে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা – ২০২২ ও ২০২৩ এ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রথম স্থান লাভ ও রংপুর বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করায় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কর্তৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার, উপাধ্যক্ষ (কলেজ) শফিউল ইসলাম সাজু ও উপাধ্যক্ষ
(স্কুল) সুফিয়া বাণু শিল্পী সাফল্য অর্জনকারী শিক্ষার্থী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ