• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন |

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা 

সিসি নিউজ।। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের এক অভিযানে নীলফামারীর সৈয়দপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের এক লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন ও  নোংরা পরিবশে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, কেমিক্যাল ও পঁচা ডিম ব্যবহার বেকারি খাদ্য পণ্য তৈরি করে বাজারজাত করার অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. আজহারুল ইসলামের নেতৃত্বে তদারকি অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠা বিভিন্ন বেকারিগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানহীন রুটি,বিস্কুট, কেকসহ নানা রকম পণ্য  তৈরি হচ্ছে। এছাড়া উৎপাদিত খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয়। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের চাঁদনগর ও নিউ মুন্সিপাড়াস্থ দুইটি বেকারি এবং শেরে বাংলা সড়কের একটি হোটেলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি তদারকি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় আশা বেকারীর মালিকের এক লাখ ২০ হাজার টাকা,  সোনালী বেকারী মালিকের ৩০ হাজার ও বনফুল হোটেল মালিকের ২ হাজার টাকা জরিমানা করা হয়।
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি)  মো. আজহারুল ইসলামের  নেতৃত্বে ওই অভিযানে একই অধিদপ্তর ও কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) বোরহান উদ্দীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক(এডি) শামসুল আলম, নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আলতাফ হোসেনসহ  থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, সৈয়দপুরে দুই বেকারিতে  একেবারে অপরিচ্ছন্ন ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ উৎপাদিত পণ্যে পঁচা ডিম, কাপড়ের  রঙ ও কেমিক্যাল  ব্যবহার এবং  বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের অনুমোদন না থাকার দায়ে উল্লিখিত পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ