সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে চাকুরীর প্রলোভন দিয়ে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুল হামিদ ওরফে আকাশ (৩৫) নামে প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই প্রতারককে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
আকাশ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর তাহের সরকারের ছেলে। ভুক্তভোগী গৃহবধুর বাড়ী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে।
সূত্র মতে, উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সুন্দরী গৃহবধু ও যুবতীদের সাথে সখ্যতা গড়ে তোলে প্রতারক আকাশ। তারপর কৌশলে টাকা হাতিয়ে নেয় এবং শারিরীক সম্পর্ক তৈরি করে।
তেমনি ইপিজেডে চাকুরীর খোঁজে আসা ভুক্তভোগী ওই গৃহবধূর সাথে আকাশের পরিচয় ঘটে ইপিজেডের মূল ফটকে। তারপর চাকুরীর নামে ২২ হাজার ও প্রেমের ফাঁদে ফেলে আরো ১ লাখ টাকা হাতিয়ে নেয় সে। সম্প্রতি ভুক্তভোগীকে প্রতারক আকাশ তার ট্রেনিং সেন্টারে আসার জন্য ফোন করে। পরে ট্রেনিং সেন্টারের একটি কক্ষে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আরমান হোসেন জানান, মামলা রুজুর পর থেকে আসামী আকাশ আত্মগোপন করায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করা আজ শুক্রবার দুপুর ১২টার পরে তাকে তাঁর বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরে জানান, আকাশকে গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তারা উল্লাসের মাধ্যমে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকর আসামীকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, প্রতারক আকাশের বাড়িতে প্রতিদিন নানা বয়সের সুন্দরী নারী, তরুনী, যুবতীরা আসে। তারা সবাই প্রতারণার শিকার। তারাও আইনের আশ্রয় নিবেন বলে জানান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার প্রতারক আকাশকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাকুরী প্রত্যাশীরা এরকম প্রতারকের খপ্পরে না পড়ে নিজেই সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।