• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ইপিজেডে চাকুরীর প্রলোভনে গৃহবধুকে ধর্ষনের চেষ্টায় প্রতারক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে চাকুরীর প্রলোভন দিয়ে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুল হামিদ ওরফে আকাশ (৩৫) নামে প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই প্রতারককে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

আকাশ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর তাহের সরকারের ছেলে। ভুক্তভোগী গৃহবধুর বাড়ী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে।

সূত্র মতে, উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সুন্দরী গৃহবধু ও যুবতীদের সাথে সখ্যতা গড়ে তোলে প্রতারক আকাশ। তারপর কৌশলে টাকা হাতিয়ে নেয় এবং শারিরীক সম্পর্ক তৈরি করে।

তেমনি ইপিজেডে চাকুরীর খোঁজে আসা ভুক্তভোগী ওই গৃহবধূর সাথে আকাশের পরিচয় ঘটে ইপিজেডের মূল ফটকে। তারপর চাকুরীর নামে ২২ হাজার ও প্রেমের ফাঁদে ফেলে আরো ১ লাখ টাকা হাতিয়ে নেয় সে। সম্প্রতি ভুক্তভোগীকে প্রতারক আকাশ তার ট্রেনিং সেন্টারে আসার জন্য ফোন করে। পরে ট্রেনিং সেন্টারের একটি কক্ষে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আরমান হোসেন জানান, মামলা রুজুর পর থেকে আসামী আকাশ আত্মগোপন করায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করা আজ শুক্রবার দুপুর ১২টার পরে তাকে তাঁর বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরে জানান, আকাশকে গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তারা উল্লাসের মাধ্যমে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকর আসামীকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, প্রতারক আকাশের বাড়িতে প্রতিদিন নানা বয়সের সুন্দরী নারী, তরুনী, যুবতীরা আসে। তারা সবাই প্রতারণার শিকার। তারাও আইনের আশ্রয় নিবেন বলে জানান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার প্রতারক আকাশকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাকুরী প্রত্যাশীরা এরকম প্রতারকের খপ্পরে না পড়ে নিজেই সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ