বিশেষ প্রতিনিধি।। রান্নাঘর থেকে শোয়ার ঘর আর শোয়ার ঘর থেকে রান্নাঘরে ছোটাছুটি করছে মর্জিনা আকতার। পঞ্চাশোর্ধ বয়সের একজন মহিলার এমন ছোটাছুটিতে তাঁর মাঝে নেই কোন ক্লান্তি। হাসিমাখা বদনে আপন গতিতে এমন ছুটে চলা মর্জিনা আকতার আর কেউ নন, তিনি হলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলার মারুফা আকতারের মা।
আজ শনিবার সকাল ১০ টার দিকে নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টার পাড়ায় মারুফের বাড়িতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। একদিকে মাঠের আমন খেত তৈরিতে কাজ করা মজুরের জন্য ভাত রান্নার জন্যে রান্না ঘরে আবার অন্যদিকে শোয়ার ঘরে টেলিভিশনে চলছে বাংলাদেশ-ভারত ওয়ানডে ক্রিকেট সিরিজ নির্ধারনের ম্যাচ। যেখানে আদরের মেয়ে মারুফা দল খেলছে।
সাংবাদিক পরিচয় পেয়ে মা মর্জিনা আকতার তড়িঘড়ি করে শোয়ার ঘরের সেই টেলিভিশনের সামনে চেয়ার টেনে বসতে দিয়ে রান্না ঘরে ছুটে গেলেন। টেলিভিশনের স্কীনে তখন বাংলাদেশের পক্ষ্যে ব্যাটিংয়ে শামিমা সুলতানা ও ফারজানা। এর ফাঁকেই মারুফার মায়ের সাথে কথা হয়। তিনি জানান, ক্রিকেট খেলা আগে বুঝতাম না। মারুফা যখন রেললাইনের পাশে তাঁর ভাইদের সাথে খেলতো, তখন গ্রামের মানুষজন মেয়ের এমন খেলায় খারাপ মন্তব্য করতো। যা সহ্য করতে না পেয়ে আমিও মারুফাকে গালমন্দ করতাম। তবু মেয়েটি হাল ছাড়েনি।
তিনি আরো জানান, বাবার দেওয়া জমিতে বাড়ি করেছি। বর্গা নিয়ে জমি চাষাবাদ করে ৪ ছেলেমেয়েদের মানুষ করছি। এক সময় মারুফা তাঁর বাবার সাথে মাঠে কাজ করেছে। কিন্তু আজ মারুফা বিশ্বে পরিচিত। তাঁর কারনে সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরে এসেছে। তাঁর বাবা মোহাম্মদ আইমুল্লাহ এখন গরুর ব্যবসা করছেন। আজকের ম্যাচে মারুফার নৈপুণ্য খেলায় বাংলাদেশ জয়ের অংশিদার হোক এমন দোয়ার আহবান করেন সকলের কাছে তিনি।
উল্লেখ যে, বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠিত নারী ক্রিকেটের তিনদিনের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ইতিমধ্যে সিরিজের দুইটি ম্যাচে উভয়দল একটি করে ম্যাচে জয়লাভ করেছে। এজন্য গুরুত্বপূর্ণ ম্যাচে পরিনত হয়েছে আজকের ম্যাচটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশ দলে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে মাঠে রয়েছে বোলার মারুফা আকতার।