• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন |

সৈয়দপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস- ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপনে রোববার (২৩ জুলাই) সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের এবারের প্রতিপাদ্য “সবার আগে সুশাসন, জনসেবাই উদ্ভাবন” ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো: আলেমুল বাসার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: মোস্তারিনা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা,কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: সালাহউদ্দিন, উপজেলা  প্রকোশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান, সমবায় অফিসার মাহফুজার রহমান, উপজেলা হিসাবরক্ষণ অফিসার ডাবলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর প্রমুখ।
এর আগে বেলা ১১টায়  সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।  শোভায় অংশগ্রহনকারী উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ও প্লাকার্ড বহন করেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ