• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন |

নীলফামারীতে অপরাজিতা নারী নেটওয়ার্ক গঠন

সিসি নিউজ।। নীলফামারীতে ২১ সদস্যের অপরাজিতা নারী নেটওয়ার্ক গঠন হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের কুখাপাড়াস্থ ডেমক্রেসিওয়াচের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ওই নেটওয়ার্ক ঘোষণা করা হয়। ঘোষিত নেটওয়ার্কে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দৌলত জাহানকে সভাপতি, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ওই কমিটির অন্যান্য পদের উল্লেখযোগ্যরা হলেন, সহসভাপতি পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম ও সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক পদে কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পি রানী রায়, যুগ্ম সম্পাদক পদে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাসুদা আক্তার ও কোষাধ্যক্ষ পদে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য নাসিমা বেগম নির্বাচিত হয়েছেন।
সভায় দৌলত জাহানের সভাপতিত্বে বক্তৃতা দেন ডেমক্রেসিওয়াচের অপরাজিতা-নারীর ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ