
সিসি নিউজ।। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানব বন্ধন ও পথসভা হয়েছে। বুধবার বিকাল সাড়ে চারটায় স্থানীয় প্রেসক্লাবের সামনে শহীদ ডা: জিকরুল হক রোডে সৈয়দপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বৃন্দের ব্যানারে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর শিক্ষাপ্রতিষ্ঠান ফোরামের সভাপতি ও হাজারী হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী। সৈয়দপুর পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাজিব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিলকিস বেগম, আল ফারুক একাডেমির শিক্ষক গোলাম ফারুক, সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আলমগীর হোসেন, ছমিরউদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ এরফানুল হক, চড়াইখোলা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হাফিজ হাপ্পু প্রমূখ।
শিক্ষকরা বলেন, একই কারিকুলামে শিক্ষাদানসহ একই নিয়ম মেনে শিক্ষকতা করা হলেও সরকারী প্রতিষ্ঠানের শিক্ষকরা বেশি বেতন ও সুযোগ সুবিধা পান। এ ধরনের বৈষম্য দূর করতে একটাই দাবি সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। তাদের দাবি মানা হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।