• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন |

গয়েশ্বরকে সোনারগাঁও থেকে খাবার এনে খাওয়ালেন ডিবির হারুন

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চলাকালে নয়াবাজারের ধোলাইখাল মোড়ে বেধড়ক লাঠিপেটার শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শুক্রবার বেলা ১১টায় নয়াবাজারে বিএনপি অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচিতে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরসহ অন্তত সাতজন নেতা-কর্মী আহত হন।

গয়েশ্বর রায়কে রাস্তায় ফেলে লাঠিপেটা করা হয়। এরপর আহত গয়েশ্বরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাঁকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদের কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ান ডিবি প্রধান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে তাঁর জন্য খাবার আনা হয়। বিরিয়ানি ও মাংসের পাশাপাশি কয়েক ধরনের ফল আনা হয়। সেই খাবার ডিবি প্রধান নিজ হাতে পরিবেশন করেন। নিজেও এক টেবিলে বসে দুপুরের খাবার খান ডিবির হারুন।

গয়েশ্বরকে আপ্যায়নের বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, ‘ভিআইপি রাজনীতিবিদদের কোনো কারণে ডিবিতে আনা হলে তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া হয়। আমরা তাঁকে ঘটনাস্থল থেকে সেফ করে ডিবি কার্যালয়ে এনেছিলাম। পরে দুপুরে খাওয়া দাওয়া পর বাসায় পৌঁছে দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ