• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন |

নীলফামারী পুণরায় চালু হলো প্রবীণ হিতৈষী সংঘে চিকিৎসা সেবা কেন্দ্র

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে পুণরায় চালু হলো প্রবীণ হিতৈষীী সংঘের চিকিৎসা সেবা কেন্দ্র। প্রবীণ ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিতে রবিবার দুপুরে শহরের মাধারমোড়ে সংঘের কার্যালয়ে কেন্দ্রের উদ্বোধন করেন সিভিল সার্জন মো. হাসিবুর রহমান।
এসময় প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের  সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান জানান, কেন্দ্রটিতে প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রবীণ ব্যক্তিরা চিকিৎসা সেবা নিতে পারবেন।
তিনি বলেন, এর আগে সংঠনের অর্থায়নে একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক প্রতি মঙ্গলবার বিনামূল্যে প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করতেন। অর্থাভাবে সেটি বন্ধ হওয়ায় সিভিল সার্জন  মো. হাসিবুর রহমানের সহযোগিতায় সেটি পুণরায় চালু হলো। এখন থেকে স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক সেখানে চিকিৎসা সেবা প্রদান করবেন’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ