নীলফামারী প্রতিনিধি।। রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী কর্তৃক বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার, নিপীড়নের প্রতিবাদে গণ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে জন সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার সকাল ১১টায় নীলফামারী শহরের পৌর সুপার মার্কেট চত্বরে ওই জন সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখা। এতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের দুই সহস্রাধিক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন
। জন সমাবেশে প্রধান অথিতি থেকে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী,জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির আনোয়ারুল হক আনু, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য আব্দুস সালাম বাবলা প্রমুখ। জন সমাবেশ সঞ্চালনা করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, ’আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে জনগণের ভোট চুরি করে এসেছে। এটা তাদের পুরাতন অভ্যাস। ভোট চুরি ছাড়া তারা ক্ষমতায় আসতে পারে না। আর বিএনপি যতবারই সরকার পরিচালনার দায়িত্বে পালন করেছে দেশের মানুষ ভোটে জয়ী হয়ে, জনগণের ভোট চুরি করে নয়। নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হলে দেশের মানুষ স্বতস্ফুতভাবে ভোট দিয়ে আবারো বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিবে এটা আওয়ামী লীগ জানে। এজন্য আওয়ামী লীগ নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে ভয় পায়। নিরদলীয় সরকারের অধিনে নির্বাচন হলে একটি আসনেও জয়ী হতে পারবে না আওয়ামী লীগ।’
তিনি আরো বলেন,‘শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদেরও ভয় পায়। এজন্য মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলে আটকে রেখেছে। শেখ হাসিনা আপনার যদি সাহস থাকে তবে আমাদের নেতাকর্মীদের নিঃশর্তে মুক্তি দিন। যতই অত্যাচার নিপীড়ন করেন বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিএনপির নেতাকর্মীরা একদফা দাবি আদায়ে রাজপথে আছে, জয়ী হয়েই আমরা ঘরে ফিরব। যতই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারগারে বন্দি রাখেন, অত্যাচার-নিপীড়ন করেন তাতেও আমাদের আন্দোলন থামাতে পারবেন না। ’
বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী মন্তব্য করে নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৯ জুলাই রাজধানীর পল্টনে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম আমরা। ওই কর্মসূচিতে পুলিশ বাহিনীকে দিয়ে হামলা, গুলি, টিয়ার সেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকার। এরপরেও তারা ক্ষান্ত হয়নি; গত দু’দিনে সারাদেশে এক হাজারের বেশি নেতাকর্মীকে আটক করে তাদেরকে মিথ্যা মালা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এদের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলকে ঢাকায় আটক করে বিষ্ফোরক আইনে মিথ্যা মামলা দেয়া হয়েছে।