সিসি নিউজ।। দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মীম। সে টিভিতে ও খবরের কাগজে রোবোট দেখেছে। তার অনেক দিনের স্বপ্ন সে বাস্তবে রোবোট দেখবে ও ধারনা নিয়ে সে নিজে রোবোট তৈরি করবে। তার এ উৎসাহকে যেন এক ধাপ এগিয়ে নিল নীলফামারীর সৈয়দপুরে ‘কিছু করি’ স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রমী আয়োজন রোবোটিকস এন্ড ইন্টিলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম বিষয়ে কর্মশলা। মীম শুধু একাই নয় তার মতো আরো আট শতাধিক শিক্ষার্থী স্থানীয় ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত তিনদিনব্যাপী এ কর্মশালায় রোবট নিয়ে আড্ডা-আনন্দে মেতে ছিল।
‘কিছু করি’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানান, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর ভিশনকে সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক হিসেবে গড়ে তুলতে এবারে আমরা এ কর্মশালায় আয়োজন করেছি। এ কর্মশালায় সৈয়দপুরের ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। আমাদের বিশ্বাস এখান থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, এ সংগঠনের উদ্যোগে উপজেলায় আমরা নানা ধরণের সমাজকল্যাণমূলক কাজ করছি। এর আগে আমরা কোরোনাকালীন সময়ে মুমূর্ষু শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে অক্সিজেনসেবা ও চক্ষু শিবিরের মাধ্যমে শহস্রাধিক চক্ষুরোগীকে ব্যক্তিকে বিনামূলল্যে চিকিৎসাসেবা দিয়েছি।
রোববার কর্মশালার সমাপনী দিনে গিয়ে দেখা গেছে, হলভর্তি শিক্ষার্থী তবে সেখানে পিনপন নিরবতা। তাদের সবার মনোযোগ রোবোট নিয়ে আলোচনায়। তাদের হাতে কলমে শেখানো হচ্ছে রোবোট তৈরির কলাকৌশল।
সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফিরোজ কবির বলেন, প্রযুক্তিনির্ভর এ বিশ্বে টিকে থাকতে হলে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। আমার ভবিষ্যতে রোবোট নিয়ে কাজ করার ইচ্ছে। এখানে এসে আমি রোবোট সম্পর্কে অনেক জ্ঞানলাভ করেছি। ভবিষ্যতে এই জ্ঞানকে কাজে লাগিয়ে রোবোট তৈরিতে সচেস্ট হবো।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন কিছু করি সংগঠনের এটি একটি ভালো উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা বিজ্ঞানমনষ্ক হবে। রোবোটসহ অন্যন্য প্রযুক্তি আবিস্কারে শিক্ষার্থীরা আগ্রহী হয়ে ওঠবে। এমন আয়োজনের জন্য কিছু করি সংগঠনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য গত শুক্রবার শহরের সুলতাননগরে অবস্থিত ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্ট সেন্টারের হলরুমে এ কর্মশালার শুরু হয়। কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেব ব্র্যাক অন্বেষার প্রতিষ্ঠাতা প্রকৌশলী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার রায়হান সামস অন্তরা ও আব্দুল্লাহ হিল কাফি। এতে আলোচক হিসেবে ছিলেন সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দ্বিচারি প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির আহাদ। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন আমেরিকার মিশিকান ইউনিভার্সিটির রোবট রিসার্চ ফেলো ডঃ মোক্তাদির আলম আরাফাত।