• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন |

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী-২০২৩ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত শহরের কয়ানিজপাড়াস্থ প্রতিষ্ঠানাটির নিজস্ব ক্যাম্পাসে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা লায়ন মীর্জা সালাহউদ্দীন বেগ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক। সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মদের সঞ্চলানায় এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন বিজ্ঞান বিভাগের শাহীন হোসেন, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মীম কায়সার সাথী ও মানবিক শাখার আফরিন অনন্যা।
এ সময় চড়াইখোলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও সৈয়দপুর বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু ও ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমামানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক জহুরুল ইসলাম মীর।
অধ্যক্ষ মোখলেছুর রহমান জানান, এ বছর প্রতষ্ঠানটি থেকে মোট ৩২৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।  তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১২৯,  মানবিক শাখায় ১৩২ ও ব্যবাসায় শিক্ষা বিভাগে ৬৮ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ