সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ফটোগ্রাফার তানজিমুল আলম তমালের (২৪) মরদেহ উদ্ধারের ১২ দিনেও তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার করা যায়নি এ ঘটনার সঙ্গে জড়িতদের। ছেলে তমালের মৃত্যুর কারণ উদ্ঘাটনসহ এ ঘটনায় জড়িতের গ্রেপ্তারে থানা পুলিশসহ বিভিন্নজনের কাছে ধর্ণা দিচ্ছেন তাঁর বাবা-মা।
অপরদিকে, তমালের মৃত্যুর ঘটনার মূল কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের অতিদ্রুত সনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার (২৫ আগস্ট) মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন (সুভা)। সকাল নয়টায় শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিহত তমাল এ সংগঠনের সদস্য ছিল।
সূত্র মতে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিকপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম বাবুল ও তানজিলা বেগম দম্পতির ছেলে তানজিমুল আলম তমাল। বাবা -মায়ের দুই সন্তানের মধ্যে বড় ছিল তমাল। পেশায় সে ছিল একজন ফটোগ্রাফার। পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসে ডাটাএন্ট্রি অপারেটর হিসেবে খন্ডকালীণ কাজ করতো সে। গত ১৪ আগস্ট তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে তমালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তমালের মা তানজিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের নামে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
তবে তার মরদেহ উদ্ধার নিয়ে নানা রহস্য দেখা দেয়। তাকে অন্য কোথাও হত্যা করে ওই আবাদি জমিতে ফেলে রাখা হয়েছে, নাকি অন্য কোনভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।
এদিকে, নিহত তানজিমুল আলম তমালের বাবা জাহাঙ্গীর আলম বাবুল অভিযোগ করেন, তাঁর এক মাত্র ছেলে তানজিমুল আলম তমালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি তাঁর একমাত্র ছেলে হত্যা রহস্যা উদ্ঘাটনসহ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তমালের মরদেহ উদ্ধারের বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।